Image Not Found!
ঢাকা   ২৬ নভেম্বর ২০২২ | ১২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  দেশজুড়ে ওএমএস সুবিধায় সাড়া,স্বল্পমূল্যে চাল-আটা পেয়ে খুশি কার্ডধারীরা (2)        দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে কাজ করছে সরকার-ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস (94)        সুইস রাষ্ট্রদূতের বক্তব্য ভুল ছিলো,অন্যরকম জয় পেলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন (3)        তারাকান্দায় বায়তুল আমান জামে মসজিদ ও নূরুল উলুম কওমী মাদ্রাসার কমিটি গঠিত (89)        আগামী মাসে সব স্বাভাবিক হবে-পরিকল্পনামন্ত্রী (2)        শিক্ষক বাতায়নে দেশ সেরা অনলাইন পারফর্মার রেহেনা আক্তার ঝর্ণা (94)        ময়মনসিংহে নারীদের জন্য বিশেষ আয়োজন ‘নিহার লাভলী টাইম উইথ তানজিন তিশা’ (94)        বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করাই আমার লক্ষ্য-প্রধানমন্ত্রী (3)        তারাকান্দায় ভূমিহীনদের জন্য তৈরী প্রধানমন্ত্রীর ২৬ হাজার ২ শত ২৯ টি গৃহের উদ্ভোধনী অনুষ্ঠান পালিত (94)        বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর (2)      

৪ দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি পলিটেকনিকের শিক্ষার্থীর

ফজলে এলাহি ঢালীঃ


ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের দিন পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি মো. শাহিনুর আলম ওরফে ইকবাল (১৯) নামের এক পলিটেকনিক শিক্ষার্থীর।

নিখোঁজ মো. শাহিনুর আলম ওরফে ইকবাল উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আবদুর রউফের ছেলে। সে ময়মনসিংহ রুমডো পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করতো।

মঙ্গলবার (৩১ মে) উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রাম থেকে সে নিখোঁজ হয় বলে জানান তাঁর আত্নীয়রা।

ঘটনায় বুধবার ( জুন) রাতে নিখোঁজ শিক্ষার্থীর পিতা আব্দুর রওফ বাদী হয়ে তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

বিষয়ে নিখোঁজ শিক্ষার্থীর চাচা হোসেন আলী বলেন, গত মঙ্গলবার (৩১ মে) রাত ১০টার দিকে খাবার খেয়ে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ।

তিনি আরও বলেন, পরে খোঁজ নিয়ে জানতে পারি। যে দোকানে ইকবাল চা খেতে গিয়েছিল ওই দোকানে অপরিচিত থেকে জন যুবকের সাথে ওই দিন রাতেই আড্ডা দেয়। হঠাৎ করেই ওই যুবকরাসহ আমার ভাতিজা নিখোঁজ হয়।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, ওই শিক্ষার্থীকে খোঁজে বের করতে সব ধরণের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। ছাড়াও জেলা গোয়েন্দা শাখাও বিষয়টি নিয়ে কাজ করছে।

বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, আমরা গুরুত্বের সাথে বিষয়টি নিয়ে কাজ করছি। আমরা আশাবাদী অল্প সময়ের মধ্যে ইকবালের সন্ধান পাওয়া যাবে।

 

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!